Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

“সমন্বিত শিক্ষাতথ্য বিনির্মাণ এবং মানসম্মত আই.সি.টি. প্রশিক্ষণ প্রদান” এ ভিশন নিয়ে উপজেলা আই.সি.টি. ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) কাজ করে যাচ্ছে।


পরিসংখ্যান ডাটা সংগ্রহঃ

UITRCE, রাণীশংকৈল, ঠাকুরগাঁও গত ২০১৯, ২০২০ ও ২০২১ সনে ব্যানবেইস কর্তৃক পরিচালিত অনলাইন জরিপের মাধ্যমে প্রতিবছর রাণীশংকৈল উপজেলার প্রায় ১০৩ টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপের প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ যথাসময়ে সম্পন্ন করে। এছাড়া এই ১০৩ টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানের GIS এর ডাটা এবং মাধ্যমিক পর্যায়ের ৮৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের তথ্য যথাসময়ে হালনাগাদের কাজও প্রতিবছর করে থাকে ।


আইসিটি বিষয়ক প্রশিক্ষণঃ

গত তিন বছরে UITRCE, রাণীশংকৈল, ঠাকুরগাঁও এ প্রাথমিকোত্তর স্তরের ৩৮৩ জন শিক্ষককে ১৫ দিনব্যাপী বেসিক আই.সি.টি. বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ২০১৮-২০১৯ অর্থবছর হতে “কম্পিউটার হার্ডওয়ার মেন্টেইনেন্স, ট্রাবলশুটিং ও নেটওয়ার্কিং” মডিউলে ১২০ জন শিক্ষককে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া গত ২০২১-২২ অর্থবছরে “ট্রেনিং অন ইন্টারেক্টিভ টিচিং এন্ড লাইভ ক্লাস ম্যানেজমেন্ট” মডিউলে ২৮৮ জন শিক্ষককে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।


-সেবাঃ

ইউআইটিআরসিই, রাণীশংকৈল, ঠাকুরগাঁওয় অত্র উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীগণ তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা এবং সাইবার সেন্টারের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন ধরণের ই-সেবা প্রদান করা হচ্ছে।